আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন একটি অতি প্রয়োজনীয় এবং প্রিয় ডিভাইস। অনেক সাবধানে রাখার পরও কিছু কিছু সময়ে অসাবধানতাবশত এটি পানিতে পড়ে বা ভিজে যেতে পারে।আপনার স্মার্টফোনটি পানিতে ভিজে গেল, কী করবেন তো প্রথমে এই পোস্টটি পড়ুন ভবিষ্যতে প্রয়োজনে আসতে পারে।
স্মার্টফোন পানিতে পড়লে করণীয়:-
১. যত দ্রুত সম্ভব ফোনটি পানি থেকে তুলে নিন। গা থেকে পানি মুছে নিন শুকনো কিছু দিয়ে।
২. ফোনটি বন্ধ আছে কি না, তা নিশ্চিত করুন।
৩. যত দ্রুত সম্ভব ব্যাক প্যানেল, ব্যাটারি, সিম এবং
মাইক্রো এসডি কার্ড খুলে ফেলুন।
৪. একটি শুকনো টিস্যু দিয়ে পুরোটা ভাল করে মুছে নিন।
৫. ব্লো ড্রায়ার দিয়ে ফোন শুকোবেন না।
৬. মিনি ভ্যাকুয়াম ক্লিনার থাকলে ২০ মিনিট ধরে
ব্যবহার করুন।
৭. চালের মধ্যে ফোনটি দিন তিনেক রেখে দেখতে পারেন।
৮. সিলিকা প্যাকেটের মধ্যেও রাখতে পারেন।
৯. এর পরে সূর্যের তাপে রাখুন। বাকি ময়েশ্চার শুকিয়ে যাবে।
১০. এর পরেও কাজ না-করলে, নতুন ব্যাটারি ব্যবহার করুন।
১১. এতে যদি কাজ না হয় তাহলে কাস্টমার কেয়ার বা ভালো কোনো টেকনিশিয়ান এর দোকানে নিয়ে যেতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন