{NB : যাদের মোবাইল IR Blaster নেই সেসব মোবাইলে এই apps কাজ করবে না }
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের সামনে হাজির হলাম এক অসাধারন টিউন নিয়ে। আজ আপনাদের দেখাবো আপনার স্মার্টফোনকে কীভাবে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করবেন।
ধরুন আপনি আপনার কোন বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছেন। বন্ধরা তাদের পছন্দমত কোন চ্যানেল দেখছে। আপনি হঠাৎ আপনার এন্ড্রয়েড ফোনটা দিয়ে টিভিটা বন্ধ বা চ্যানেল পরিবর্তন করে দিলেন। তারা কিছুটা অবাক হবেন এবং হয়তবা ভাববে এটা কি করে সম্ভব। রিমোটতো তাদের হাতে।
এর জন্য আপনাকে প্রথমেই একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে।
এর জন্য আপনাকে প্রথমেই একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে।
*ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যার ওপেন করে এরপর add এ ক্লিক করুন।
এড এ ক্লিক করার পর tv,dvd,dslr সহ অনেক গুলো অপসন দেখাবে।
*টিভি তে ক্লিক করার পর, আপনি কোন ব্র্যান্ড এর টিভি কন্ট্রোল করতে চান সেটি সিলেক্ট করুন।
*samsung এ ক্লিক করার পর নিচের চিত্রের মত আসবে। এখন আপনে আপনার টিভির ভলিউম বাড়ানো- কমানো- অফ অন এক কথায় সব কিছু কন্ট্রোল করতে পারবেন আপনার টিভির।
*সব কিছু ঠিক মত করে ও যদি আপনি টিভি কন্ট্রোল করতে না পারেন , সেইসময় আপনি মডেল চেঞ্জ করতে হবে। মডেল 1 যদি কাজ না করে মডেল 2 চেক করুন 2 কাজ না করলে 3 এইরকম আপনি 10 টা মডেল পাবেন।যে কোন একটা কাজ করবে।
* সেটআপ এর পর ভলিউম বাড়ানো কমানোর অপসন সহ অন্য অপসন গুলো পেতে জানে বামে স্ক্রল করুন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন